Current Date:May 5, 2025

১৯ দিনের ছুটিতে সুপ্রিমকোর্ট

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে ১৯ দিনের ছুটিতে যাচ্ছেন সুপ্রিমকোর্ট। আজ থেকে আগামী ৩ মে পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। ৬ মে রবিবার থেকে সুপ্রিমকোর্ট যথারীতি চালু থাকবে।

এ সময় জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এসব আদালতে অবকাশের সময় জরুরি বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।

Share