Current Date:Nov 6, 2024

২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ জুনের মধ্যে স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পন্নের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করলে হাই কোর্ট ৬ মে এ নির্বাচন স্থগিত করে।

হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর আপিল আবেদন শুনানির জন্য ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত।

গতকাল আবেদন দুটি আপিল বিভাগে এলে ইসির আইনজীবী মো. ওবায়েদ রহমান মুস্তফা জানান, নির্বাচন কমিশনও হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল ফাইল করেছে। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রায় দেন।

Share