Current Date:Sep 28, 2024

যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি হবে : ভারতের পররাষ্ট্রসচিব

নিউজ ডেস্ক : বহুল প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তির জন্য অধীর অপেক্ষায় আছে বাংলাদেশ। শেখ হাসিনা-মোদি সরকারের আমলেই চুক্তিটি সম্পাদন হতে পারে বলে মনে করেন অনেকে। যদিও এ নিয়ে এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজি করাতে পারেনি ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে ঢাকা সফরে এসে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখলে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব চুক্তিটি সইয়ের জন্য তারা কাজ করছেন।

দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়। এসময় উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে শুভেচ্ছা জানান গোখলে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুসহ তিস্তা নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। তারা যত দ্রুত সম্ভব এসব সমস্যা সমাধান করবে বলে আশ্বস্ত করেছে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর মধ্যে রয়েছে ভারত থেকে জ্বালানি তেল আমদানির জন্য পাইপলাইন স্থাপন, বাংলাদেশ বেতার ও প্রসার ভারতীর মধ্য সহযোগিতা, রংপুর সিটি করপোরেশনে সড়ক নির্মাণ, বাংলাদেশে ৫০৯টি স্কুলে ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু চেয়ার স্থাপন আর দুই দেশের আণবিক সহযোগিতা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা।

Share