Current Date:May 11, 2025

ফাঁসির আসামি নূর হোসেন দুদকের মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক জুলফিকার আলী সম্পদ অর্জনের তথ্য গোপন করার কারণে এ মামলা করেন।

মামলায় বলা হয়, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে দুই কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর তিন কোটি তিন লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।

নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(১) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

Share