Current Date:May 11, 2025

‘খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) জরিপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি জনপ্রিয়।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।

স্ট্যাটাসে জয় লেখেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট পরিচালিত একাধিক এফজিডি জরিপ অনুযায়ী, বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা খালেদা জিয়া ও বিএনপি থেকে পরিষ্কারভাবে বেশি।

প্রতিবেদনে বলা হয়, দেশের আট বিভাগে ১৬টি এফজিডি’র ভিত্তিতে গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Share