Current Date:Sep 30, 2024

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রমের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

পাশাপাশি ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কল-কারখানা এবং জরুরি সেবাখাত তাদের নিজস্ব আইন অনুযায়ী নতুন সময়সূচি নির্ধারণ করবে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হবে। বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন থেকেই এই নতুন সময়সূচি কার্যকর করা হবে।

Share