Current Date:Oct 1, 2024

ক্যালিফোর্নিয়ায় ১২ ঘণ্টায় চারটি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ১২ ঘণ্টায় চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, এগুলোর দুটিই ছোট একটি শহর কাবাজনের কাছে আঘাত হেনেছে। খবর সিএনএনের।

মঙ্গলবার ভোর পাঁচটার একটু আগে কয়েক মিনিটের ব্যবধানে দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া থেকে প্রায় সাত মাইল দূরে দুটি ভূমিকম্প আঘাত হানে। চার হাজার বাসিন্দার ওই শহরটি লস অ্যাঞ্জেলসের শহরতলী রিভারসাইড থেকে ৪৫ মাইল দূরে অবস্থিত।

ইউএসজিএস জানাচ্ছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। আর দ্বিতীয়টি ছিল ৩ দশমিক ২ মাত্রার।

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র থেকে ৯৫ মাইল দক্ষিণে সান ডিয়াগোর বাসিন্দারাও ‘প্রাথমিক কম্পন’ অনুভব করেছেন।

এর প্রায় ১২ ঘণ্টা আগে গোল্ডেন স্টেটের দুই প্রান্তে আরও দুটি কম্পন অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে অকোটিল্লো ওয়েলসের কয়েক মাইল পূর্বে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ২ দশমিক ৫।

অকোটিল্লো ওয়েলসে কম্পন অনুভূত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ৫৬ মাইল পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ওই চারটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ৭ থেকে ১০ মাইল। এক বছরে ২ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৪ মাত্রার ৩০ হাজার ভূমিকম্প হয়ে থাকে।

Share