Current Date:Nov 25, 2024

অনুষ্ঠিত হলো গ্রাফিক ডিজাইন ১৭৫২ ব্যাচের বিদায় অনুষ্ঠান

“নেই আড়ম্বরের বাহুল্য
সকলে যেখানে সখা
বিদায় তাকে নাই বা বলি
এ যে যাত্রা পথের দেখা”-

বাইরে প্রকৃতির গোমড়া মুখ, বৃষ্টির ছিটেফোঁটা। আর ক্রিয়েটিভ আইটি তে চলছে নবযাত্রার সূচনা। Design is a journey of Discoveries- এই বাণীর আলোকে আজ অনুষ্ঠিত হল গ্রাফিক ডিজাইন ১৭৫২ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর উপস্থাপনায় মাতিয়ে রাখেন ১৭৫২ ব্যাচের শিক্ষার্থী বাঁধন ও রায়হান। অনুষ্ঠানের শুরু হয় সুমধুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করে শোনান শিক্ষার্থী রফিক। নিজেদের প্রশিক্ষণকালীন স্মৃতি তুলে ধরেন জনাব জাকির, রায়হান, নোমান, সজল, রুহিত.শরিফ ও বাঁধন।

কবি রুদ্র মহাম্মদ শহীদুল্লাহ’র রচিত জনপ্রিয় গান,- ‘ভালো আছি ভালো থেকো’- গানটি গেয়ে শোনান সজল। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি মাসুম স্যার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি হেড টি এইচ রানা স্যার, কোর্স প্রশিক্ষক ফয়সাল স্যার , গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি জুবায়ের স্যার।

পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে কেক কাটার মাধ্যমে সমাপ্তি ঘটে সুন্দর আয়োজনটির।

Share