Current Date:Oct 3, 2024

আফগানিস্তান ক্রিকেটের বৈশ্বিক মিডিয়া স্বত্ব পেল টিএসএম

স্পোর্টস ডেস্ক : পাঁচ বছরের জন্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বৈশ্বিক মিডিয়া স্বত্ব পেলো টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। এই সময়কালে আফগানিস্তান ক্রিকেট দলের সকল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার স্বত্ব টিএসএম’মকে দেয়া হয়েছে।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই চুক্তির অধীনে থাকবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সকল আন্তর্জাতিক ম্যাচ (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং অন্যান্য দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ক্রিকেট প্রতিযোগিতা) এবং অভ্যন্তরীণ ক্রিকেট প্রতিযোগিতার (স্পাগিজা এবং একদিনের জাতীয় কাপ) মিডিয়া স্বত্ব। চলতি বছরের জুন মাসে ভারতে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজের মধ্য দিয়ে এই অংশীদারিত্ব শুরু হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ মাশাল, টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সিইও মো. মইনুল হক চৌধুরী, আফগান ক্রিকেট বোর্ডের সিইও শফিকুল্লাহ স্তানিকজাই, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হোস্ট ব্রডকাস্টার গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল এই বৈশ্বিক মিডিয়া স্বত্বের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share