Current Date:Oct 3, 2024

মানা-জাহানারা-কুবরা ইংল্যান্ডে খেলবেন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। ইংল্যান্ডে ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো। বাংলাদেশের তিন নারী ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দলে। তারা হলেন- জাতীয় দলের অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম এবং স্পিনার খাদিজা-তুল-কুবরা।
এ ছাড়া ১৩ সদস্যের দলে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার দুজন করে ক্রিকেটার। স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে সুযোগ পেয়েছেন দলে। আইসিসি ও ইসিবির যৌথ উদ্যোগে হবে ম্যাচগুলো। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে এটি আয়োজন করা হচ্ছে। সারে স্টার্স এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। একটি ম্যাচ খেলবে ওয়েস্টার্ন স্ট্রমের বিপক্ষে। সারের বিপক্ষে ১৭ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে ১৯ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ খেলবে সফরকারী দলটি। শেষ ম্যাচটি হবে ২০ জুলাই।

Share