নিজস্ব প্রতিবেদক : শনিবার রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এই বছরের ১৯ মার্চ উৎপাদিত ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগে ১৫ মার্চ ৯ হাজার ৭১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
গত বছরের ১৮ নভেম্বর ৯ হাজার ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগের বছর ২০১৬ সালের ৩০ জুন উৎপাদিত হয় ৭ হাজার ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৭ লাখ। বিদ্যুৎ সুবিধা পায় মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশ। এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট।
দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।