Current Date:Oct 4, 2024

মাশরাফির নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন মন্ত্রী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিয়া অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় মুখ মাশরাফি বিন মর্তুজার নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে যে মন্তব্য করেছিলন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেটার যথার্থতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেছেন মন্ত্রী নিজেই। বিষয়টি নিয়ে মুস্তফা কামাল বলেন,‘আমি দলের পক্ষ থেকে বা কোনো বিষয়ে নিশ্চিত হয়ে কিছুই বলিনি। তারা (মাশরাফি-সাকিব) নির্বাচন করবে কি না, আমি জানি না। মানুষের মুখে অনেক দিন থেকেই শুনে আসছি মাশরাফি নির্বাচন করবে। সে জন্যই মাশরাফির একজন ভক্ত হিসেবে আমি বলেছি, ও যদি নির্বাচন করে, তাহলে সবাই যেন তাকে ভোট দেন।’

আওয়ামী লীগ থেকে মাশরাফির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে পরিকল্পনামন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘আমি মনোনয়ন দেওয়ার কে? আমি তো কেউ না।’ মাশরাফি নির্বাচন করবেন, এমন কোনো নিশ্চিত তথ্যও তাঁর কাছে নেই, ‘মাশরাফি নির্বাচন করবে কি না, এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর আসলেই আমার কাছে নেই। আমিও আপনাদের মতোই লোকমুখে শুনেছি ও নির্বাচন করবে। মাশরাফির সাথে আমার যোগাযোগই নেই। তার মতামত না নিয়ে আমি কীভাবে বলি মাশরাফি নির্বাচন করবে? এটা বলার আমি কেউ না।’

সেটাই যদি হবে, একনেকের সভার পর সংবাদ সম্মেলনে বলা মন্ত্রীর বক্তব্য নিয়ে এই ধূম্রজাল কেন? এ ব্যাপারে মুস্তফা কামাল একটু বিস্তারিত ব্যাখ্যাই দিলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা মাগুরার জন্য একটি রেলওয়ে প্রজেক্ট পাস করি। এটা ছিল শেষ প্রজেক্ট, ১৩ নম্বর। সব আলোচনা শেষে আমি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজনদের দুষ্টুমি করে বলি, মাগুরার জন্য প্রজেক্ট পাস হলো। মাগুরার লোকজন তো মিষ্টি খাওয়ানোর ভয়ে কেউ কিছু বলছেন না। তখন তারা বলেন, ‘মাশরাফি তো নির্বাচন করবে। সে খাওয়াবে।’ আমি তখন বলি, ‘মাশরাফি নড়াইলের। সে কেন খাওয়াবে! তবে আমিও শুনেছি মাশরাফি এবার নির্বাচন করবে। সে যদি নির্বাচন করে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই তাকে সমর্থন দেবেন, তার জন্য কাজ করবেন। কারণ সে ভালো মানুষ।’ এ সময় অনেকে সাকিবের নির্বাচন নিয়েও প্রশ্ন করলে মন্ত্রী নাকি বলেছেন, ‘সাকিব যদি নির্বাচন করতে চায় সাকিবও নির্বাচন করবে। সে এখন পরিণত। নির্বাচন করতেই পারে। সেও ভালো মানুষ। নির্বাচন করলে তাকেও আপনারা সমর্থন দেবেন।’

তবে মুস্তফা কামাল ব্যক্তিগতভাবে মনে করেন, মাশরাফি-সাকিব কারওই এবার নির্বাচন করার সুযোগ নেই। কারণ দুজনই এখনো খেলার মধ্যে আছেন, ‘সাকিব, মাশরাফি দুজনই খেলার মাঠে আছে। মাশরাফি তো নিজেই বলেছে সে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চায়। যদি তারা ক্রিকেট খেলে তাহলে নির্বাচন কীভাবে করবে? তারপরও তারা করতে চাইলে সেটা তাদের ব্যাপার।’

সত্যি সত্যি নির্বাচন করলে জাতীয় দলের এই দুই ক্রিকেটারের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী, ‘আমি যখন প্রথম নির্বাচন করি, আমার জন্য ভোট চাইতে গাজী আশরাফ হোসেন লিপু ও আকরাম খান আমার এলাকায় গিয়েছিল। সেভাবে আমিও ওদের জন্য ভোট চাইব।’

 

নির্বাচন করবেন সাকিব-মাশরাফি
বাংলাদেশের টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে আভাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভা শেষে ব্রিফিংয়ের শুরুতেই এ তথ্য প্রকাশ করেন মন্ত্রী।

পরিকল্পনমন্ত্রী জানান, দুজনই তাদের নিজের নির্বাচনী এলাকা থেকে অংশ নেবেন। সাকিব আল হাসান মাগুরা এবং মাশরাফি বিন মুর্তজা করবে নড়াইল থেকে। তবে কোন দলের হয়ে নির্বাচন করবেন তারা- এটা মন্ত্রী জানাতে চাননি। মন্ত্রী তাদের জন্য সাংবাদিক ও দেশবাসীর কাছে দোয়া এবং ভোটারদের কাছে ভোট চাইলেন। তিনি বলেন, মাশরাফি খুব ভালো মানুষ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোজার দিন আমি মিথ্যা কথা বলব না। আমি সব জানি, কিন্তু এখন বলব না কোন দলের হয়ে। এ বিষয়ে আর কোনো কিছু বলব না। মন্ত্রী আরো বলেন, মাশরাফি বিপিএলে আমার দলের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।

মন্ত্রী রসিকতা করে বলেন, ও প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করলো, পরের বার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড। পরিকল্পনামন্ত্রী বলেন, ওদের এখন নির্বাচন করার বয়স হয়েছে। ওদের এখন পরিণত বয়স। আমি তো প্রথম নির্বাচন করি ৪৮ বছর বয়সে।

 

Share