Current Date:Nov 22, 2024

চার দিন পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়োসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে হয়েছে ৭৫ মিলিমিটার বৃষ্টি।

গত চার দিন বৃষ্টি না হওয়ায় অসহ্য গরম পড়েছিল। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজও কিছু কিছু জেলায় তাপপ্রবাহ রয়েছে।

Share