Current Date:Oct 4, 2024

শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় জি-৭ মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : আমদানির ওপর শুল্ক আরোপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ওপর খেপেছেন বিশ্বের সাত উন্নত দেশের সংগঠন (জি-৭)-এর মন্ত্রীরা।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও মেক্সিকো থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায় ইস্পাতের ওপর ২৫ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাং শুল্ক নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো ল্য মের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এর ফল ভালো হবে না। কয়েকদিনের মধ্যেই একটি বাণিজ্যযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কিন্তু তার আগে যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে যে, তারা তাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বে যাবে কি-না।’

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস ওয়াশিংটনের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এটি একটি একপাক্ষিক ভুল সিদ্ধান্ত এবং আমি মনে করি একটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এই সিদ্ধান্ত অন্যদের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে।’

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাবস্থার কথা স্মরণ করে ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘অর্থনৈতিক জাতীয়তাবাদ যুদ্ধ ডেকে আনে। ১৯৩০-এর দশকে এমনটিই ঘটেছিল।’

 

Share