Current Date:Oct 5, 2024

ইসরায়েলে রকেট হামলায় জবাব দিল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্নাইপারের গুলিতে নার্স নিহত হবার ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকায় দুটি মিসাইল নিক্ষেপ করে ইসরায়েল। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনিরা ইসরায়েলে দুটি রকেট হামলা করে। কিন্তু রকেট হামলার খবর আগেই যেনে যায় ইসরায়েল। ফলে একটি রকেট আকাশে ধ্বংস করতে পারলেও অপরটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইসরায়েলি সেনারা রকেট হামলার খবর আগেই জানতে পারায় ওই এলাকা থেকে তারা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়। তাদেরকে বাড়ি থেকে স্থানান্তর করে সেনাবাহিনীর বাঙ্কারে লুকিয়ে ফেলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরায়েলি টিভি চ্যানেল ১০ এর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় সম্ভাব্য রকেট হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ইহুদি বসতিদের সেনা বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।

Share