Current Date:Oct 6, 2024

কাশ্মীরের নারীদের বিক্ষোভ থামাতে ভারতের নতুন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, জুম্মু ও কাশ্মীর উপত্যকার মেয়েরা ইদানীং আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কিশোরীরাও পাথর ছোড়ার ঘটনায় সক্রিয় ভূমিকা রাখছে।

আর নারীদের এই বিক্ষোভ দমন করতেই নিয়োগ করা হবে আধা সামরিক দুটি নারী ব্যাটালিয়ন।

দু’দিনের জম্মু-কাশ্মীর সফর শেষে রাজনাথ শনিবার বলেন, মহিলাদের একটি ব্যাটালিয়ন জম্মুতে ও দ্বিতীয়টি কাশ্মীরে মোতায়েন হবে। এর ফলে দুহাজার মহিলার কর্মসংস্থান হবে।-খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।

নিয়ন্ত্রণরেখা জুড়ে পাকিস্তানের হামলা বেড়ে যাওয়ায় কাশ্মীরে ৯ ব্যাটালিয়ন আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর মধ্যে সাত ব্যাটালিয়ন পাঠানো হবে সীমান্তে ও দুই ব্যাটালিয়ন দক্ষিণ কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলিতে।

Share