Current Date:Apr 23, 2025

লন্ডনে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারেক-ফখরুল

নিজস্ব প্রতিবেদক : উত্তর লন্ডনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার ১০ জুন লন্ডন বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন মির্জা ফখরুল। এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকক থেকে লন্ডনে যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা ও কারাগারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে কথা হয়। সূত্র: দৈনিক আমাদের সময়

Share