Current Date:Nov 29, 2024

সেনেগালের বিপক্ষে জাপানি চমক

স্পোর্টস ডেস্ক: সেনেগালের বিপক্ষে ড্র করে রাশিয়ার বিশ্বকাপে নকআউট পর্বে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল জাপান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল জাপানিজরা।

২ ম্যাচের মধ্যে ১ জয় ও ১ ড্র নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে জাপান। একাটেরিনবার্গ এরেনায় আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়।

৯০ মিনিটের খেলা শেষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। বল দখলের দিক দিয়ে জাপান এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি প্রথম ম্যাচে চমকে দেওয়া সেনাগালও।

আজকের ম্যাচে প্রথমে গোল দিয়ে এগিয়ে যায় সেনাগাল। খেলা শুরুর ১১ মিনিটের মাথায় গোল করেন উইংগার সাদিও মানে। তবে জাপানও সমতায় ফিরতে দেরি করেনি। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় গোল দিয়ে জাপানকে সমতায় ফেরান তাকাশি ইনুই।

১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে আসার পর ৭১ মিনিটের মাথায় গোল দিয়ে সেনাগালকে জয়ের ভীত গড়ে দেন মোল্লা ওয়াগুয়ে।
তবে জাপানিজরাও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। সেনাগাল গোল দেওয়ার ৭ মিনিট পরেই দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড কেউসুকি হোন্ডা।

পরের ১২ মিনিট আর কোন গোলের মুখ দেখেনি দুদল। এদিকে সেনাগালও ১ জয় ও ১ ড্র নিয়ে নক আউট পর্বে যাওয়ার প্রতীক্ষা গুনছে। প্রথম ম্যাচে তারা পোল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শুভসূচনা করে।

 

Share