Current Date:Nov 29, 2024

আজ ব্রাজিলের ভাগ্য নির্ধারণের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের আর মাত্র হাতেগোনা কয়েকটা ম্যাচ আছে। এরপরই শুরু হবে নকআউট পর্বের খেলা। বেশ কয়েকটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থান নির্ধারণ হলেও পাঁচবারের শিরোপাধারী ব্রাজিলের ‘ই’ গ্রুপে এখনো কোস্টারিকা বাদে বাকি তিন দলেরই সমান সুযোগ আছে প্রথম হওয়ার। তবে পা ফসকে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আজ নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোতে মুখোমুখি হবে দুই দল।

২০১৪ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় সেলেসাওদের। সার্বিয়ার বিপক্ষে ম্যাচেও একটু অসাবধানতা তাদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিতে পারে। আশার কথা হচ্ছে, সার্বিয়ার বিপক্ষে ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার দরজা খোলা থাকবে ব্রাজিলের। তবে আগের কোনো দুর্ঘটনার কথাই ভাবতে চান না ব্রাজিল কোচ তিতে। সার্বিয়াকে হারিয়েই পরের রাউন্ড নিশ্চিত করতে চান এই কোচ। তিতে বলেন, ‘টুর্নামেন্টে যতগুলো দল আসছে, তারা সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিণত হচ্ছে। আগের চেয়েও শক্তিশালী হয়ে মাঠে নামছে। তবে আমরা সার্বিয়ার বিপক্ষে কেবল জয় চাই।’

যদিও সার্বিয়ার বিপক্ষে ফেভারিট ব্রাজিলই। তবে দুই ম্যাচের এক ম্যাচে জয় নিয়ে তিন পয়েন্ট নিয়ে সার্বিয়াও চাইবে পূর্ণ শক্তি দিয়ে ব্রাজিলকে প্রতিহত করতে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে সার্বিয়ার হারানোর মতো কিছু না থাকলেও পাওয়ার আছে অনেক কিছু।

সার্বিয়া কোচ ক্রাস্তাইচ বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা ভীত নয়। কারণ আমাদের হারানোর মতো কিছু নেই। কিন্তু আমরা ৯০ মিনিট নিজেদের সামর্থ্যের পুরোটা মাঠে উজাড় করে দিতে চাই।’

Share