স্পোর্টস ডেস্ক: চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তান আর স্বাগতিক জিম্বাবুয়েকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শুরুটা ভালোই হয়েছিলো পাকিস্তানের।
ওই ম্যাচে পাকিস্তান জিতেছিলো ৭৪ রানে। কিন্তু আজ আর অস্ট্রেলিয়ার কাছে রক্ষা পেলো না পাকিস্তান।
হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করে অস্ট্রেলিয়া।
ব্যাটিং করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়লো বালুর বাঁধের মতো।
দুই ওপেনারের মোহাম্মদ হাফিজ খুলতেই পারেন নি রানের খাতা। আরেক ওপেনার ফখর জামান করেন ১১ বলে ৬ রান।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান আসেন সাদাব খান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে আসিফ আলী’র ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.৫ বল খেলে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
অজিদের হয়ে বিল্লি স্টেনলেক মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অ্যান্ড্রু টাই নেন তিনটি উইকেট।
পাকিস্তানের দেয়া লক্ষ্য টপকাতে গিয়ে হেসে খেলেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অজি ওপেনার অর্চি শর্টের ১৪ বলে ১৫ রান করে বিদায়ের পর অ্যারণ ফিঞ্চ আর ম্যাথু হেড মিলে মাত্র ১০.৫ বলেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
ফিঞ্চ খেলেন ৩৩ বলে ৬৮ রানের ইনিংস। হেডের ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান।
৯ উইকেটের জয়ে পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া।
তৃতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল দুপুরে মাঠে নামবে অস্ট্রেলিয়া।