স্পোর্টস ডেস্ক: ফের আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারডোনা। তবে এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতে চান না। সম্প্রতি ভেনেজুয়েলার এক টেলিভিশনকে সাক্ষাৎকারে ম্যারাডোনা এই আগ্রহের কথা জানিয়েছেন।
ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনা হারলে আমি সব সময়ই দুঃখ পাই। দলের এমন বাজে পারফরম্যান্স সত্যিই আশা করিনি আমরা কেউ-ই। যে উচ্চাশা আমরা দেখিয়েছিলাম এবার, সব এক নিমিষেই শেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশার। আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্বটা আমি আবার নিতে চাই। এই দায়িত্ব আমি হাসিমুখে ও বিনা পারিশ্রমিকে করতে চাই।’
দলের বর্তমান কোচ সাম্পাওলির সমালোচনা করে ম্যারাডোনা আরো বলেন, ‘আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি মোটেও যোগ্য নন, তা ছাড়া তাঁর স্ট্র্যাটেজিতে বেশ ঘাটতি রয়েছে। যেটা ভালোভাবে ফুটে উঠেছে রাশিয়া বিশ্বকাপে।’