Current Date:Nov 27, 2024

রোহিত-কুলদীপ ধামাকায় ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে নেওয়ার পর দাপটের সঙ্গে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত৷ ২৬৯ রান তাড়া করতে নেমে রোহিতের ১৩৭ রানের ইনিংসের সুবাদে ৯.৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে সহজে ম্যাচ জিতে নিল ভারত৷

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল কোহলিরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি হাঁকালেন ‘হিটম্যান’ রোহিত৷ ১৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার৷ রোহিতের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও চারটি ছয় দিয়ে৷ শনিবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল৷

রোহিত ছাড়া এদিন নটিংহ্যামের ব্যাটিং সহায়ক পিচে রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি৷ অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ান ডে ম্যাচে সাতটি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন তিনি৷ ওপেনার শিখর ধাওয়ানের সংগ্রহ ৪০ রান৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কোহলিদের দাপুটে জয়ে ভারতীয় বোলারদের প্রশংসা প্রাপ্য৷ ম্যাচে ২৫ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বলা চলে কুলদীপের স্পিন ভেল্কিতেই রানের স্বর্গে রান পেলেন না ব্রিটিশ ব্যাটসম্যানরা৷

এই উইকেটেই চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮১ রান তুলেছিল ইংল্যান্ড৷ সেই উইকেটে এদিন কুলদীপের স্পিন অস্ত্রের সামনে ২৬৮ রানে অলআউট হয়ে যায় মর্গ্যানরা৷ ভারতের কুলদীপ-চাহাল স্পিন জুটিতে সাতটি উইকেট নিয়েছেন৷ পেসার উমেশ পেয়েছেন দুটি উইকেট৷ বোলারদের উপর ভর করেই সিরিজে ১-০ লিড নিল ভারত। ক্যারিয়ারের সেরা বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ৷

Share