Current Date:Oct 12, 2024

পাকিস্তানে আওয়ামী পার্টির প্রার্থীসহ নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে জঙ্গিদের বোমা হামলায় আওয়ামী পার্টির প্রার্থী মীর সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২০ জন।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়েজ কাকরের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুক্রবার বিকেলে দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আচাকজাই বলেন, জঙ্গিদের এ হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর সিরাজ রাইসানি নিহত হয়েছেন। তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হন। ওই হামলায় এএনপির নেতা ও নির্বাচনের প্রার্থী হারুন বিলার প্রাণ হারান। পরে ওই হামলার দায় স্বীকার করে কট্টরপন্থী সংগঠন তালেবান।

Share