Current Date:Nov 26, 2024

মুখোমুখি শাকিব ও জিৎ

বিনোদন প্রতিবেদক : কলকাতার প্রযোজনা সংস্থার ছবি বলে ঈদে আলোর মুখ দেখেনি শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবিটি। তবে আগামী ২০ জুলাই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা, কলকাতার এসকে মুভিজ। সেন্সরবোর্ডের এক সদস্যের সূত্রে জানা গেছে শিগগিরই প্রদর্শনের জন্য ছাড়পত্র পাবে ছবিটি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা বলেন, ‘আমরা তো ঈদের সময় একই সাথে দুই দেশে ছবিটি মুক্তির জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি মুক্তি দিতে পারিনি। এখন আগামী ২০ তারিখ ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ ছবিটি সেন্সরে দেখা হচ্ছে। অনুমতি পেলেই ছবিটি মুক্তি পাবে।’

কলকাতায় ছবিটি কেমন সাড়া পেয়েছে জানতে চাইলে অশোক বলেন, ‘আমরা যতটা আশা করেছি তারচেয়ে ভালো ব্যবসা করেছে। শাকিব খান এরই মধ্যে কলকাতার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। আশা করি আগামী দিনের ছবিগুলোতে দর্শক আরো বেশি আগ্রহ দেখাবে।’

‘ভাইজান এলো রে’ ছবির ছাড়পত্র বিষয়ে সেন্সর বোর্ডের সদস্য নাসিরিদ্দন দিলু বলেন, ‘আমরা আজ সকালে ছবিটি দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে ছবিটি বাংলাদেশে প্রদর্শন করতে কোনো সমস্যা নেই। এরই মধ্যে আমরা সেন্সর ছাড়পত্র দিয়ে দেব। আর ছবিটি কবে মুক্তি পাবে এটা আমাদের বিষয় নয়। ছবির আমদানিকারকরা চাইলে আগামীকালই ছবিটি মুক্তি দিতে পারেন।’

এদিকে, কোনো কাটাছেড়া ছাড়াই গতকাল রোববার বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের চলচ্চিত্র ‘সুলতান’। এই ছবিটিও মুক্তি পাবে আগামী ২০ জুলাই। খবরটি নিশ্চিত করেছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘সুলতান’ ছবিতে জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। ছবিটি যৌথ প্রযোজনা হিসেবে গত ঈদে বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্ট করা হয়েছিল। কিন্তু নতুন নীতিমালার কারণে ছবিটি মুক্তি পায়নি।

Share