স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। অথচ তিনি রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। কিন্তু পর্তুগিজ যুবরাজ রোনালদো নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আর তাই জুভেন্টাসে আসার গল্পটা তিনি নিজেই লিখেছেন বলে জানান। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাবে পাড়ি জমানোয় কোন খারাপ অনুভূমি নেই বলেও জানিয়েছেন সিআরসেভেন।
রাশিয়া বিশ্বকাপে রোনালদোর শুরুটা ছিল দুর্দান্ত। স্পেনের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দারুণ এক হ্যাটট্রিক করেন রোনালদো। তবে উরুগুয়ের বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডেই রোনালদোদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। এরপর রোনালদো জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন। সোমবার রোনালদোকে জুভেন্টাসে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গেও রোনালদো করেছেন সাক্ষাৎ।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নতুন ক্লাবে ভালো করার আশাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজেই জুভেন্টাসের আসার গল্পটা তৈরি করেছি। কারণ আমি জুভদের হয়ে সৌভাগ্য বয়ে আনতে চাই। চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে অনেক কিছু জিততে চাই। ইতালিতে ভালো করাই এখন আমার নতুন চ্যালেঞ্জ।’ এসময় জুভেন্টাসের নতুন তারকা দাবি করেন, তিনি নিজে থেকে জুভেন্টাসে আসার সিদ্ধান্তটা নিয়েছেন।
জুভেন্টাস তাদের ক্লাব ইতিহাসে এখনও যা করতে পারেনি সেটা রোনালদো করে দেখাতে চান বলে জানান। তিনি বলেন, ‘আমি জুভেন্টাসে এসেছি ক্লাবের হয়ে নতুন ইতিহাস লেখার জন্য। আর এ কারণে আমি অনেক প্রস্তাবের ভেতর জুভেন্টাসকে বেছে নিয়েছি। আমার বয়সে সবাই চীনের ক্লাবের দিকে ঝুঁকছে। তবে আমি এখনো নিজেকে ২৩ বছরের তরুণ মনে করি। আশা করছি জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার ভাগ্য আমি সঙ্গেই নিয়ে এসেছি।’
জুভেন্টাসের সঙ্গে রোনালদো চার বছরের চুক্তি করেছেন। তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে আসার কারণে দুঃখিত নন বলেও জানান। রিয়ালের হয়ে পরপর তিনটি বিশ্বকাপ জেতা রোনালদো বলেন, ‘আমি রিয়াল ছাড়ার জন্য দুঃখিত নয়। জুভেন্টাস অনেক বড় ক্লাব এবং এই ক্লাবের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। তাদের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়ায় আমি বরং জুভেন্টাসের কাছে কৃতজ্ঞ। এখানে আসতে পেরে আমি খুব গর্বিত।’
রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে আসায় বার্সেলোনার মেসির সঙ্গে তার দৈরত্ব শেষ হয়ে গেলো বলে মত অনেকের। তবে রোনালদো বলেন, ‘আমি কোন খেলোয়াড়কে আমার প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখি না। সবাই তার নিজ নিজ ক্লাবের সম্মানের জন্য খেলে। নিজের ক্লাবের জন্য লড়াই করে যায়। এখন আমি সেই লড়াইটা জুভেন্টাসের হয়ে করবো। মৌসুম শেষে না হয়ে ফিরে দেখা যাবে কে সেরা হয়।’
রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯ সাল থেকে খেলা শুরু করেন। লস ব্লাঙ্কোসদের হয়ে এই নয় বছরে তিনি ১৫টি শিরোপা জিতেছেন। ম্যাচ খেলেছেন ২৯২টি। আর রিয়ালের হয়ে গোল করেছেন ৩১১টি। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে রোনালদো জুভেন্টাসে তার যাত্রা শুরু করবেন। চলতি জুলাইয়ের শেষের দিকেই রোনালদোকে জুভেন্টাসের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে।