Current Date:Oct 13, 2024

মর্মান্তিক! সাবেক প্রেমিকার সঙ্গে লাইভ চ্যাটে বিষপান কি‌শোরের!

অনলাইন ডেস্ক : বিষপান করার পর গ্লাস ভরা বিষের ছবি প্রেমিকাকে পাঠিয়ে প্রেমিক বলছে, ‘খুব কষ্ট হচ্ছে’। অপর দিক থেকে লাইভ চ্যাটে মেসেজ আসছে ‘তুই মরে যা’।

না, চিত্রনাট্য নয়। মর্মান্তিক এই ঘটনাটি বাস্তবেরই। অন্তত প্রাথমিক অভিযোগ তেমনই। আর এই নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাণ্ডাপাড়া এলাকা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক প্রেমিকা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছেলেটি ও মেয়েটি জলপাইগুড়ি পাণ্ডাপাড়া এলাকায় পাশাপাশি দুই গলির বাসিন্দা। চার বছর ধরে চলছিল ভালোবাসার সম্পর্ক। মাস কয়েক আগে ছাড়াছাড়ি হয়ে যায়। ৬ জুলাই দুপুরে আঠারো বছরের সৌপ্তিক মণ্ডল ঘটিয়ে ফেলে এই মর্মান্তিক কাণ্ড। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে শিলিগুড়ির এক নার্সিংহোম ও পরে নয়াদিল্লি। তাতেও শেষরক্ষা হয়নি। ১৬ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়ে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সৌপ্তিক।

সৌপ্তিকের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মেয়েটি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত নাবালিকার বক্তব্য, তার সঙ্গে সৌপ্তিকের আগে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু ১৩ ফেব্রুয়ারির পর থেকে আর ছিল না। মেসেজের পর মেসেজে সৌপ্তিক তাকে উত্যক্ত করলে সে হয়তো একটা-দুটো উত্তর দিত। মৃত্যু খুব দুঃখের, কিন্তু এই ঘটনার জন্য সে দায়ী নয় বলেই দাবি অভিযুক্ত কিশোরীর।

 

Share