Current Date:Apr 19, 2025

তারকাখচিত ছবি ‘জ্যাম’র মহরত অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক : প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের নতুন ছবি ‘জ্যাম’ এর মহরত জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, শেলী মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস ও পূর্ণিমা, সুচন্দা, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

‘জ্যাম’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। শুটিং শুরু হবে আগামী অক্টোবর মাসে। এ ছবির মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরীর। আর ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।

‘জ্যাম’ ছবিতে অভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত আর আরিফিন শুভর কাজ করার কথা আছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, মান্না অনেক জনপ্রিয় নায়ক ছিলেন। কিন্তু মধ্যগগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মতো অভিনেতার দরকার ছিল। ‘জ্যাম’ ছবির জন্য শুভকামনা থাকলো।

Share