Current Date:Oct 14, 2024

নির্বাচন চুরি হয়ে গেছে: নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএল-এন এর ভরাডুবি হয়েছে। নির্বাচনের আগ থেকেই দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কারান্তরীণ।

নির্বাচনে নওয়াজের প্রতিদ্বন্দ্বী ইমরান খান নেতৃত্বাধীন দল পিটিআই দ্বিগুণ ব্যবধানে জিতেছে। নির্বাচিত হওয়ার পর ইমরান খান নতুন পাকিস্তান গড়ার অঙ্গীকার করেছেন। আর এই ফলের প্রতিক্রিয়ায় নওয়াজ বলেছেন, ‘২০১৮ সালের সাধারণ নির্বাচন চুরি হয়ে গেছে।’

বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, পাখতুনখাওয়া গভর্নর ইকবাল জাফর, নাতি জুনায়েদ সফদার, নাতনি মাহনুর ও মেহেরুন, নাতজামাই রাহেল মুনির, সাবেক মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, সিনেটর মুসাদিক মালিকসহ বেশ কয়েকজন নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে। সেসময় তিনি ওই মন্তব্য করেন। নওয়াজ আরও বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নেয়া হয়েছে।’

এদিকে, ফল প্রত্যাখান না করলেও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের আরেক বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি। সূত্র: ডন

Share