Current Date:Oct 14, 2024

ঘরে ফিরেছে ১২ লাখ সিরীয় শরণার্থী: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলছে, সিরিয়ায় ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে দেশটির অভিযান শুরুর পর প্রায় ১২ লাখ শরণার্থী তাদের ঘরবাড়িতে ফিরে গেছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া সিরিয়ায় অভিযান শুরু করে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে একথা জানিয়েছে সিনহুয়া।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংবাদপত্র ক্রাসনায়া জভেজদা (রেড স্টার) জানায়, অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া ১১ লাখ ৮৬ হাজার সিরীয় নাগরিক এ সময়ের মধ্যে বিভিন্ন শরণার্থী শিবির থেকে তাদের ঘরবাড়িতে ফিরে গেছে।

গত ২০ জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় ২০১১ সাল থেকে ৬৯ লাখের বেশী লোক দেশটি ছেড়ে চলে যায়। এদের অধিকাংশ বিশ্বের ৪৫ টি দেশে বসবাস করছে।

Share