Current Date:Apr 21, 2025

সমাজকে রোগমুক্ত করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সমাজ এখন গুরুতর রোগে আক্রান্ত। সমাজকে রোগমুক্ত করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সংবিধান প্রণেতা কামাল হোসেন বলেন, ‘এভাবে দেশ চলতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শাসক অন্যায়ভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে- দেশের মালিক জনগণ। ১৬ কোটি মানুষকে মেরে দমানো যাবে না। এক সময় জনগণ প্রতিবাদ গড়ে তুলবেই।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা করে ড. কামাল বলেন, হাতুড়ি দিয়ে যেভাবে পা ভেঙে দেওয়া হয়েছে, তা মহাঅন্যায়। যারা এমন করতে পারে, তারা মানুষ না। আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্যকারীদের চিকিৎসা করানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ছয় দফা দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে ‘আমরা সাধারণ জনগণ’। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য ডি এম আমিরুল ইসলাম অমর।

 

Share