জেলা প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রেণ কাজ করা সম্মুখ যোদ্ধাদের দেওয়া হবে।
পর্যায়ক্রমে দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের উদ্বোধন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো অর্থনৈতি সচল রয়েছে কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ রয়েছে যারা করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ। উন্নত দেশের চেয়ে আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম কিন্তু এখনো দেশ থেকে করোনা চলে যাইনি তাই সবাইকে মাস্ক পরতে হবে।