Current Date:Nov 30, 2024

গদখালীতে ফুলচাষীদের রূপালী ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রূপালী ব্যাংক দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ যশোর জেলার গদখালীতে ফুলচাষী ও কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের ডিজিএম জেবু সুলতানা। এতে করনায় ক্ষতিগ্রস্থ ৩০ জনসহ ৮০ জন ফুলচাষী ও কৃষকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এসএমআর রোড শাখার শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share