Current Date:Nov 29, 2024

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অগ্রণী ব্যাংকের বিভিন্ন কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক:

অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রতি বছরের ন্যায় এ বছরও ভাবগম্ভীর ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবস পালন করা হয়। দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ধানমন্ডির ৩২নং এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, পরিচালক কে,এম,এন মঞ্জুরুল হক লাবুল। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবীবুর রহমান গাজী,মোঃ আনোয়ারুল ইসলাম , মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সিবিএর সভাপতি, সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি এবং সাধারন সম্পাদক। সকালে অগ্রণী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে শহীদ জাফর চত্বরে পুস্পস্তবক অর্পণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মকর্তা,কর্মচারীগণ। এছাড়াও দিবসটি পালনের লক্ষ্যে অগ্রণী ব্যাংক এর প্রধান কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর বানী সম্বলিত ব্যানার স্থাপন, বিভিন্ন পত্রিকায় রাষ্ট্রায়ত্ব চার ব্যাংক এর ক্রোড়পত্র প্রকাশ এবং বিকেলে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক এক ভার্চুুয়াল সভার আয়োজন করা হয়। ভার্চূুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। ব্যাংক এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মফিজ উদ্দিন আহমেদ,কাশেম হুমায়ূন,কে,এম,এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ,তানজিনা ইসমাইল,মোঃ শাহাদাত হোসেন ও পর্যবেক্ষক এ,কে,এম,ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান গাজী,মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম এবং মহাব্যবস্থাপকবৃন্দ,নির্বাহীগণ ,অফিসার সমিতির সভাপতি,সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি ও সাধারন সম্পাদকসহ সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share