Current Date:Nov 26, 2024

বর্ষসেরা টেস্ট একাদশে বাংলাদেশের কেউ নেই

স্পোর্টস ডেস্ক:

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশে উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। ওয়ানডেতে বাংলাদেশ থেকেই ছিলেন সর্বোচ্চ তিনজন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। কুড়ি ওভারের একাদশে ছিলেন মোস্তাফিজ একাই।

কিন্তু গত বছরের সেরা টেস্ট একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২১ সালের সেরা টেস্ট একাদশের। যেখানে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান থেকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল নিউজিল্যান্ড থেকে আছেন দুইজন। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেই দেওয়া হয়েছে এই একাদশের নেতৃত্বভার। বাকি তিন ক্রিকেটার শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে।

বর্ষসেরা টেস্ট একাদশ
দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), রিশাভ পান্ত (উইকেটরক্ষক, ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

Share