Current Date:Nov 29, 2024

মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুলের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলা মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুলসহ পুরুষও মহিলা কাউন্সিলরা শপথ গ্রহণ করেন। আজ রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম বলেন, মুকসুদপুর পৌর এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের আশা আঙ্কাক্ষা যেন পূরণ করতে পারি, সবার কাছে দোয়া চাই। পৌরসভার নারী-পুরুষ ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশরাফুল আলম আরও বলেন, মুকসুদপুরকে একটা আধুনিক পৌরসভা গঠন করতে চাই সকলকে সাথে নিয়ে।

এর আগে গত ১৫জুন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আশরাফুল আলম মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকার প্রার্থী ও সাবেক বর্তমান মেয়র মো. আতিকুর রহমান মিয়া ৬০৪ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে থাকেন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেন মুকসুদপুর পৌরসভার ভোটাররা। জয়ী প্রার্থী আশরাফুল আলম জগ প্রতীক নিয়ে নির্বাচন করেন। মেয়র পদে আশরাফুল আলম ৬ হাজার ১৫৪ ভোট নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের খিপু মিয়া পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মন্টু মিয়া পেয়েছেন ১ হাজার ৪৪৯ ভোট এবং নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিদ্যুৎ সরদার পেয়েছেন ১ হাজার ৩২৩ ভোট। বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া পেয়েছেন মাত্র ৬০৪ ভোট।

Share