পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন ও বীমা দাবীর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার চেক বীমা গ্রাহকের নিকট কক্সবাজার হোটেল সী প্যালেসে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র কনসালট্যান্ট কর্ণেল (অবঃ) আহসান আজিজ পিএসসি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, মোঃ হাবিবুর রহমান, ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স ও আলমগীর ফিরোজ রানা সহ ডিএমডিবৃন্দ, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জ, কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের ৫০০০ বীমা কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসা সফল কর্মকর্তাদেরকে বিশেষ পুরুস্কার দেওয়া হয়। ছবিতে প্রধান অতিথিকে বক্তব্যরত অবস্থায় দেখা যাচ্ছে।
Lead Newsঅর্থনীতি
পপুলার লাইফের বীমা দাবীর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর
পিপল নিউস 24Oct 24, 202265
Share