Current Date:Apr 20, 2025

সাধারণ সম্পাদক পদে কাদেরের হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এর মাধ্যমে তিনি টানা তিন মেয়াদে এ দায়িত্ব পেলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনে টানা তৃতীয় মেয়াদের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

২০১৬ সালের ২০তম কাউন্সিলে নির্বাচিত হয়ে দশম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ওবায়দুল কাদের। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। এরপর করোনা মহামারিতে ঘরের বাইরে তার তৎপরতা খুব একটা ছিল না। এজন্য এই পদে পরিবর্তন আসছে বলেই দলের নেতাদের মধ্যে দু’তিন মাস আগেও বেশ আলোচনা ছিল। কিন্তু সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। যার ফলও পেলেন আজ।

Share