Current Date:Nov 25, 2024

শোকের মাস শুরু, মাসব্যাপী কর্মসূচী সোনালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। এ মাসেই সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি শোকাবহ আগস্টের প্রথম দিনে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়স্থ বঙ্গবন্ধু কর্নারের সম্মুখে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম পরষ্পরকে কালো ব্যাজ পরিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা করেন।

এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, জেনারেল ম্যানেজারবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share