Current Date:Nov 24, 2024

জেবিএল অফিসার্স ফোরাম বিআরসির সভাপতি তোফাজ্জল, সাধারণ সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক লিমিটেডে ২০০৮-০৯ সালে ব্যাং কার্স রিক্রটমেন্ট কমিটির মাধ্য হমে অফিসার হিসেবে যোগদান কৃত কর্মকর্তাদের সংগঠন জেবি এলঅফিসার্স ফোরাম বিআরসি ২০০৮-০৯ এর নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ তোফাজ্জেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ খাইরুল বাসার সোহেল নির্বাচিত হয়েছেন।

মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যণ সদস্যরা হলেন, সহসভাপতি মোঃ আহসান হাবিব, রোকনুজ্জামান, মেহরা বউদ্দিন,মোঃ আসমত আলী, মোহাম্মদ হায়দার ইবনে সাঈদ, ইস্রাফিল শিকদার, শেখ আমিনুল ইসলাম ও সন্তোষ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম.মাহাতাব হোসেন বাদশা, শাহ আল মামুন, সৈয়দ মেহেবুব হোসেন, মোঃ আযিযুল হক ও মোহাম্মদ সামিউল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক সুলতান মহিউদ্দিন ও মোঃ শাহরিয়ার বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক সিরাজুছ ছালেহীন, শিব শংকর রায়, মোঃ মোস্তাহারুল হাসান সরকার ও মোঃ ছানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ও মুহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ- সম্পাদক মোঃ আছাদুল ইসলাম, সহঅর্থ- সম্পাদক সুবা সচন্দ্র, কল্যান সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মামুনুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি ঘোষ, উম্মুল মুমিনীন মুন্নী ও উম্মে সালমা, আইন বিষয়ক সম্পাদক এস এম আমিনুর রহমান, সহআইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি এম ওয়াসিম মজুমদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদ কখন্দকার হাবিবুল বারী মুকুর ও ফেরদৌস আহমাদ, আইটি বিষয়ক সম্পাদক মো হাঃআরশেদ আলীও মৃনাল কান্তি সাহা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলরেজ ওয়ান তালুকদার ও ঊষাতন চাকমা, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, গণ যোগাযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্ম দরুহুল আমিন সুমন ও মোঃ আওরঙ্গজেব ভূঁইয়া। সদস্যা হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মোহম্মাদ জামিল হোসেন, মোঃ রাশেদুজ্জামান, মোঃ আনিছুর রহমান, মোহাম্মদ আব্দুল গাফ্ফার মোল্ল্যাহ, সুপ্রীতি দাস,আসম সাঈদ আহম্মেদ, মোঃ মাসুদ পারভেজ ,এ এমমাহমুদুল হক খান, মোসতাক আহমেদ, মোহাম্মদ শফিকুল ইসলাম,মোঃ নুরুন্নবী সিদ্দিকী,নিজাম উদ্দিন, মোঃ মহসীন আলী, মোঃ আবু সাঈদ,ওয়াসকোরনী মুহাম্মদ সারোয়ার জাহান ও মোঃ মনজুর-উল-ইসলাম এবং কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে জাহিদুল আলম, শংকর খাঁ, মোঃ আনারুল ইসলাম, সোহেল রানা, মোঃ আশরাফুল হক ভূঁইয়া ও মুহাম্মদ শেফায়েতুল্লাহ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্যই এ কমিটি কাজ করবে।

Share