Current Date:Apr 24, 2025

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ’র নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নেতৃবৃন্দ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন (জুঁথী), মুহিববুল্লাহ মুহিব এবং ডিআরইউর স্থায়ী সদস্য আমিনুল ইসলাম ও মাসুদ মিয়া।

Share