Current Date:Apr 24, 2025

১০ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার

মেহের মামুন,(মুকসুদপুর) গোপালগঞ্জ

১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর থানার এস আই সুজন হাওলাদার, এএস আই শফিকুল ইসলাম, এএস আই অরুন চন্দ্র শীলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর থেকে একজন এবং উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া থেকে একজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো লোহাইড় গ্রামের শাহাদৎ মোল্যার ছেলে জামাল মোল্যা এবং একই গ্রামের সামাদ শেখের ছেলে সোহাগ শেখ।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ১০ বছরের দীর্ঘদিনের পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share