Current Date:May 9, 2025

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ আফজাল করিম

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসি’র সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসি’র চেয়্যারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের বিআরপিডির সুত্র ডিএ/২০২৪-৯৯৮ অনুসারে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মোঃ আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসি-এ যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরতছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক-এ উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানগণের মধ্য হতে ২০২১-২০২২ অর্থবছরে সরকার কর্তৃক তাঁকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।

Share