Current Date:Apr 22, 2025

জামালপুরে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের কলেজছাত্র লিটন হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবুর রহমান ভুট্টা (৪০), মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল উদ্দিন (৩৫), মিজান (২১) ও মুজিবুর রহমান ভুট্টু (পালাতক)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে নিহত লিটন নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরের দিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চরগোপীনাথপুর একটি মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

Share