Current Date:Nov 25, 2024

ব্যাটিং তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা রিশাদ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত’ ফাইনালে ২৩৬ তাড়ায় ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। Advertisement

এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলে ৫৮ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন রিশাদ।

এর আগে বল হাতে ৯ ওভারে ৫১ রান খরচায় রিশাদা শিকার করেন ১ উইকেট। ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন ২১ বছর বয়সি এই তরুণ।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর রিশাদের প্রশংসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ যেভাবে ব্যাটিং করেছে অসাধারণ ছিল। আমি মনে করি এই ধরনের উইকেটে বোলাররা অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে নতুন বলে আমাদের ৩ জন ফাস্ট বোলার সত্যিই ভালো বোলিং করেছে।

তিনি আরও বলেন, মাঝখানের ওভারগুলোতে মিরাজ ও রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে। আমি বোলারদের নিয়ে খুব খুশি। এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এপর টেস্ট চ্যাম্পিয়নশিপ আসছে। আশা করছি আইসিসির আসন্ন এই দুটি ইভেন্টে খালো করতে পারব। 

Share