Current Date:Apr 30, 2025

রাজধানীতে হোলি উৎসবে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হোলি উৎসবে ছুরিকাঘাতে কলেজছাত্র রওনক (১৭) নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে কনকর্ড গলিতে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এরপর দুপুর সোয়া ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত রওনক রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। সে আজিমপুরের নিউ পল্টন এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

Share