Current Date:Apr 20, 2025

ধর্ষণ মামলায় ৭৬ বছর বয়সী বৃদ্ধ আটক, কিশোরী অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক : ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৭৬ বছর বয়সী আবদুল ওয়াহাব নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের হাবিব নগরের আঘাপুরার। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭ সালের জুনের দিকে কিশোরীকে ধর্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিভাবকরা ইতোমধ্যেই এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তার পরই ওয়াহাবকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়েকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে ২০১৭ সালের জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বর্তমানে সাত মাসের গর্ভবতী সে।

Share