Current Date:Apr 20, 2025

এএসপি মিজান হত্যা: প্রতিবেদন দাখিলের সময় পেছাল

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল। এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম নতুন করে এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তদন্ত করছে। এ মামলায় শাহ আলম নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Share