Current Date:Apr 20, 2025

জাফর ইকবালকে দেখতে যাবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যাবেন হামলায় আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে। তার প্রেস সচিব ইহসানুল করিম এ খবর নিশ্চিত করেছেন।

গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলকালে এক যুবকের হামলায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আনা হয় ঢাকা সিএমএইচে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা।

Share