Current Date:Nov 26, 2024

বাংলাদেশি শ্রমিক নেবে না কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররাহ।

কারণ হিসেবে বলা হচ্ছে, কর্মক্ষেত্রে বাংলাদেশিদের আবাসন পারমিটে অনিয়ম ও পাচারকারীদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ার কথা। এসব কারণ বিবেচনায় রেখে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কুয়েত প্রবাসী শ্রমিকরা বলছেন, কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় একেবারে জটিল একটি প্রক্রিয়ায়। ব্যক্তিগত এজেন্ট, দালালরাও জড়িয়ে থাকে নিয়োগ প্রক্রিয়ায়। এতে করে অনেক সময় প্রতারণার শিকার হন অনেকেই।

জানা গেছে, ১৯৭৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত শ্রমিক নিয়েছে দেশটি। এ সময়ের মধ্যে দেশটিতে প্রায় চার লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজের সন্ধানে গেছেন।

২০০৭ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে কুয়েত। ২০১৪ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবার আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সূত্র : খালিজ টাইমস

Share