কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় রিক্সার গ্যারেজে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭ এর সদস্যরা। কারখানা থেকে ১১টি অস্ত্র, ২২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অস্ত্র কারিগররা হলো- পেকুয়ার নাপিতখালীর মো. আ. কাদের (৩৪) ও পশ্চিম টৈটংয়ের মো. সৈয়দ নুর (৩২)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন সোমবার দিবাগত রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, একটি চক্র অস্ত্র তৈরি করে বিক্রি করার গোপন সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম পেকুয়ার কাদেরের রিক্সার গ্যারেজে অভিযান চালায়। অভিযানে রিক্সার গ্যারেজের ভেতরে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে ১১টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ২২টি গুলি উদ্ধার করা হয়। এসময় দুইজন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পেকুয়া থানার সোপর্দ করা হবে।